1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে বাজেট সংকটে ১ কোটির বেশি শরণার্থী ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কতা চূড়ান্ত সংগ্রামের রুপরেখা দিয়েছেন তারেক রহমান: রিজভী সৌদি আরবে যেসব পণ্য মুদির দোকানে বিক্রি নিষিদ্ধ! ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের

নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলার অবনতি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন না হওয়ায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে এবং দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “কারণ এই সরকারের পেছনে জনগণের প্রকৃত সমর্থন নেই। নির্বাচিত সরকার এলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে।”

শনিবার (১২ জুলাই) গুলশান-২ এর হোটেল লেকশোরে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “বিএনপি কখনো অন্যায়ের পক্ষে নয়। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত হোক। তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না।” তিনি আরও বলেন, “নিহত পরিবারগুলো এখনো ক্ষতিপূরণ পায়নি, আহতদের পুনর্বাসনেও সরকার ব্যর্থ হয়েছে।”

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেলেও এখনো সত্যিকারের গণতন্ত্রে ফিরে যেতে পারিনি। গত ১৫ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছে। এর বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না।”

সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “বিএনপি সংস্কারের প্রয়োজনীয়তা বহু আগেই উপলব্ধি করেছে। ২০১৬ সালেই খালেদা জিয়া এই বিষয়টি গুরুত্ব দিয়েছিলেন। পরে দলটি ‘ভিশন ২০৩১’ উপস্থাপন করে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা দেয়।” তিনি জানান, বিএনপি সংস্কার কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করছে।

সভায় নিহতদের পরিবার ছাড়াও বিএনপির নেতাকর্মীরা এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট