1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উচ্চ মুনাফার লোভে প্রতারণা বাড়ছে, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ ব্যাংক

বর্তমানে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ই-কমার্স, ক্রাউডফান্ডিং, অনলাইন ব্যবসা কিংবা অফলাইন বিনিয়োগের নাম করে কিছু অসাধু প্রতিষ্ঠান সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এমন পরিস্থিতিতে জনগণকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু অননুমোদিত ও নিয়ন্ত্রণবহির্ভূত প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও অফলাইন মাধ্যমে ‘অস্বাভাবিক রিটার্ন’–এর প্রলোভন দেখাচ্ছে। এই প্রতিষ্ঠানের লোকজন ওটিপি (OTP) সংগ্রহ করে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করছে। হজের টাকা, সরকারি ভাতা বা সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে প্রলোভন দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করছে এসব চক্র।

‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’–এর ধারা ৪, ১৫ ও ১৮(৪) অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়, অনুমোদনহীন প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনে প্রতিকার পাওয়ার সুযোগ নেই। কোনো প্রতারণার শিকার হলে তার সম্পূর্ণ দায়ভাগ গ্রাহককেই বহন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলক বার্তায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে, অস্বাভাবিক লাভের লোভে পা দেবেন না, অতিরিক্ত মুনাফার প্রতিশ্রুতি সন্দেহজনক, লেনদেনের আগে প্রতিষ্ঠানের অনুমোদন ও বিশ্বাসযোগ্যতা যাচাই করুন, ওটিপি বা ব্যক্তিগত তথ্য কাউকে শেয়ার করবেন না, এমনকি পরিচিত হলেও নয়, সরকারি সহায়তা বা ভাতার নামে আসা লিঙ্ক বা অফারের সত্যতা যাচাই করুন।

প্রতারক চক্রগুলো এখন ক্লোনড ফেসবুক পেজ, ভুয়া লিংক বা ভুয়া ফর্ম ব্যবহার করছে। এভাবে তারা গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করছে এবং পরে সেই তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতারণামূলক লেনদেন ঠেকাতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই নির্দেশনা অবলম্বন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট