1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্যাসিবাদ পুনর্বাসন রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
তারেক-রহমান

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন আবারও দেশে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না তৈরি হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আবেগতাড়িত সিদ্ধান্ত নয়, বরং বিচক্ষণতা ও দায়িত্বশীলতা দরকার।”

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান-২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলে।

তারেক রহমান বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন ভুল করে এমন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত না নিই, যা দেশে চরমপন্থা ও ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার পথ করে দেয়।”

তিনি বলেন, “দেশে যদি জনগণের রাজনৈতিক অধিকার, আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক সরকার গঠিত না হয়, তাহলে গণতন্ত্র ও মানবাধিকার শুধু একটি আদর্শ হিসেবে থেকে যাবে। তাই এই মুহূর্তে একটি নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা গঠনের বিকল্প নেই।”

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “সাম্প্রতিক কিছু নৃশংস ঘটনা জনমনে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাই স্বচ্ছতা ও সাহসিকতার সঙ্গে নির্বাচন আয়োজনই এখন সবচেয়ে জরুরি।”

তারেক রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, “কেউ কেউ পরিস্থিতিকে উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীল করতে চাইছে কি না, সেটা নিয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন কোনো সময়ক্ষেপণ না হয়, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আজ আমাদের হাতে সুযোগ এসেছে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার। এটি হবে ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও তাঁবেদারমুক্ত রাষ্ট্র। একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী, অধ্যাপক মোর্শেদ হাসান খান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকমণ্ডলী।

শহীদদের পরিবার ও আহতদের বক্তব্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়, যেখানে অনেক নেতাকর্মীকে চোখ মুছতে দেখা যায়। এ সময় স্মরণসভাটি রূপ নেয় এক রাজনৈতিক ও মানবিক প্রেরণার প্ল্যাটফর্মে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট