1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

জুলাই মাসে প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ডলার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
রেমিট্যান্স

চলতি ২০২৫ সালের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে লেগেছে নতুন গতি। এই সময়ে দেশে এসেছে ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড় রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৮ লাখ ডলার।

মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬০ শতাংশ। ২০২৪ সালের জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে এসেছিল ১৪৩ কোটি ডলার রেমিট্যান্স।

তিনি আরও জানান, শুধু ২১ জুলাই (সোমবার) একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৫ কোটি ৭০ লাখ ডলার, যা চলমান প্রবাহের শক্তিশালী নির্দেশনা বহন করে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার) পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স হাওলা প্রতিরোধ কার্যক্রম, সরকারি প্রণোদনা এবং বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উদ্বুদ্ধকরণ উদ্যোগ এ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার এবং টাকার মান স্থিতিশীল রাখতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট