1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

চরমোনাই পীরের হুঁশিয়ারি: বাংলার জমিনে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই নেই

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
চরমোনাই পীরের হুঁশিয়ারি: বাংলার জমিনে চাঁদাবাজ ও খুনিদের ঠাঁই নেই

চাঁদাবাজ, খুনি ও টাকা পাচারকারীদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। তিনি বলেন, যারা বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নে ব্যস্ত এবং ব্যক্তি স্বার্থে দেশের ক্ষতি করছে, তাদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার নেই। এ সময় তিনি দেশের ইসলামপ্রিয় জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে রাজপথে নামার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া পট্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

তিনি আরও বলেন, “আমরা এদেশে জন্ম নিয়েছি। দেশের ভালোমন্দ নিয়ে চিন্তা করা আমাদের দায়িত্ব। ৫ আগস্টের পর দেশে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনই সময়—ময়দানে, রাজপথে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এবং দেশের উন্নয়নের পক্ষে স্লোগান তোলার।”

গণসমাবেশটি শুরু হওয়ার অনেক আগেই বাগেরহাটের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা এসে হাজির হন। সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ইসলামপন্থীদের স্লোগানে।

সমাবেশে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা এইচ এম সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, বাগেরহাট-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন।

অধ্যক্ষ আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না। ইসলাম ও মানবতার বিজয়ের জন্য সবাইকে একত্রিত হতে হবে।”

বক্তারা আগামীর জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে পরিবর্তনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট