1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বাংলাদেশ শিপিং করপোরেশনে যুক্ত হচ্ছে আরও তিনটি জাহাজ: নৌপরিবহন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
নৌপরিবহন খাতে সক্ষমতা ও আয় বাড়াতে বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে নতুন তিনটি জাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতেও বাড়ছে আন্তর্জাতিক মানদণ্ডের অনুসরণ।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে আরও তিনটি জাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের নৌ পরিবহন খাতে সক্ষমতা ও বৈদেশিক আয় বাড়ানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, “সরকার শিপিং খাতকে আধুনিক ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। এরই অংশ হিসেবে আরও তিনটি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা শিগগিরই বাস্তবায়ন করা হবে।”

শিপ ব্রেকিং শিল্প নিয়েও তিনি আশাবাদী মন্তব্য করেন। সাখাওয়াত হোসেন বলেন, “হংকং কনভেনশনের নিয়ম মেনে চলায় ইতোমধ্যে চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড ‘গ্রিন শিপইয়ার্ড’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আরও কিছু ইয়ার্ড বর্তমানে এই স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।”

তবে যেসব ইয়ার্ড এখনো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পারেনি, তাদের উদ্দেশ্যে উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা এই সনদ পায়নি, তাদের ধাপে ধাপে ব্যবসা গুটিয়ে নিতে হবে। এখনো বেশিরভাগ ইয়ার্ড আন্তর্জাতিক নিয়ম অনুসরণে পিছিয়ে আছে। সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে এবং মানদণ্ড মেনে চলার জন্য উৎসাহিত করবে।”

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ দেশের নৌপরিবহন খাত ও পরিবেশবান্ধব শিপ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট