1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল ইতিহাস গড়ে এশিয়ান কাপের রানার্সআপ না ফেরার দেশে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দার পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, আর্থিক সুবিধা বন্ধের নির্দেশ জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও ভবিষ্যতের চ্যালেঞ্জ ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন ও মৌন মিছিল নেছারাবাদে চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদল নেতা ও দুই সহযোগী কারাগারে শৈলকুপায় রাজনৈতিক দ্বন্দ্বে বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা পিরোজপুরে অর্ধকোটি টাকা আমানত নিয়ে প্রতারণা, গ্রাহকদের বিরুদ্ধেই মামলা কালীগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে সরকারি জমি দখল ও গাছ কাটার অভিযোগ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে ইন্দুরকানীতে সাংবাদিকদের মানববন্ধন

পিরোজপুরে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও সহকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী রাজিব মোল্লা ও সহযোগী শাকিল শিকদারকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ একটি মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী এবং এক সহকারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি (গোয়েন্দা) পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার পাটিকেলবাড়ী গ্রামের বাসিন্দা ও গুয়ারেখা ইউনিয়নের এগারো গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মো. রাজিব মোল্লা (৪০) এবং একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সিকদারের ছেলে শাকিল শিকদার (৩৫)। রাজিব মোল্লা গত দুই বছর ধরে বিদ্যালয়ের নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন।

পিরোজপুর ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, পূর্ব সোহাগদল ইউনিয়নের গ্রীনরোড এলাকায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা শওকত জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাকিল শিকদারের নামে চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজিব মোল্লাও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, রাজিবের মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে তিনি অবগত ছিলেন না। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণী ১৯(১) ধারায় মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট