1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

জামালপুরে বিএনপির মশাল মিছিল থেকে বোমা সাদৃশ বিস্ফোরণ, আতঙ্কে শহর

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
জামালপুরে বিএনপির মশাল মিছিল থেকে অর্ধশতাধিক বোমা সাদৃশ বস্তুর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে আতঙ্কে কেঁপে ওঠে পুরো শহর। সম্মেলন স্থগিত দাবিতে উত্তেজনা বাড়ছে।

জামালপুরে বিএনপির ঘোষিত হরতাল কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকা থেকে বিএনপির মশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দয়াময়ী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন সময়ে অর্ধশতাধিক বোমা সাদৃশ বস্তুর বিস্ফোরণের শব্দ শোনার দাবি করেন। এ সময় শহরের দয়াময়ী ও সকাল বাজার এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। টানা বিস্ফোরণের শব্দে পুরো জামালপুর শহর আতঙ্কে কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি বিরাজ করে।

জানা গেছে, আট বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এ সম্মেলন স্থগিতের দাবিতে বিএনপির একটি পক্ষ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তারই অংশ হিসেবে মঙ্গলবারের মশাল মিছিলের আয়োজন করা হয়।

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “আমরা ঘটনাটি শুনেছি এবং তদন্ত করছি। বিএনপির একটি পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জামালপুরের সাধারণ মানুষ আতঙ্কিত হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। শহরজুড়ে বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট