1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

সরিষাবাড়ীতে ২৫০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। তারা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বয়ডা বাজার(মন্ডল বাড়ী) এলাকার আকালু মন্ডলের ছেলে মো: রাজু আহমেদ (৩৯), ঢুরিয়ারভিটা এলাকার মো: ছলিম উদ্দিনের ছেলে মো: সবুর মিয়া (৫৭)। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে সরিষাবাড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টায় সরিষাবাড়ী থানার এএসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে এএসআই মজিবর, পুলিশ সদস্য আমিনুল, জাহাঙ্গীর, আমিরুল, বারেক এর সহযোগিতায় পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি চৌরাস্তা উজ্জ্বল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ২৫০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় নিয়ে আসে। পরে থানার এসআই মো: শাহীন মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে এএসআই শাহাদাৎ জানান, ২ জন গ্রেফতার করা হয়েছে।
এদিকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জানান, তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তবে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা জানান, মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করছে। পরিবার, শিক্ষা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন করছে। এ অপসংস্কৃতি রোধে পুলিশ একা সফল হতে পারবে না, এর জন্য জনসাধারণকেও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললেই জামালপুর জেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরো জানান, জেলার প্রতিটি থানায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট