1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

পিরোজপুরে প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়ি পেটায় আহত, দুই পা ও হাত ভাঙা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর সদর উপজেলার জুজখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বিএনপির দুই গ্রুপের কোন্দলের জেরে এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেফতার করেছে।

পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা বহুমুখী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র (৫২) কে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরি তলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জেরেই এ হামলার ঘটনা ঘটে। প্রধান শিক্ষক বিপুল মৈত্র জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক ছিলেন। অপরদিকে, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী সরদার কামরুজ্জামান চাঁনের সমর্থকরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তার দুই পা ও একটি হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে সরদার কামরুজ্জামান চাঁনকে রাতেই গ্রেফতার করে সদর থানা পুলিশ।

জেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, হামলার আগে সরদার কামরুজ্জামান চাঁন তার দলবল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে বৈঠক করেন। সেখানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেত্রী এলিজা জামানকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এলিজা জামান জানান, তার বাবার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব নেওয়ায় প্রতিপক্ষ তা মেনে নিতে পারেনি। এ নিয়েই কোন্দল ও হামলার সূত্রপাত বলে দাবি করেন তিনি।

বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঝরঝরি তলায় প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, “একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট