1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

পিরোজপুরে দলিল রেজিস্ট্রি দুর্নীতিতে দুদকের অভিযান, উদ্ধার নগদ ৬৭ হাজার টাকা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর জেলা ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালায় দুদক। উদ্ধার হয় নগদ ৬৭ হাজার টাকা, অভিযুক্ত নকল নবীশদের জিজ্ঞাসাবাদ চলছে।

পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি, চেম্পারিং, জালিয়াতি ও ঘুষের মাধ্যমে দলিল রেজিস্ট্রির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন।

দুদক সূত্রে জানা যায়, সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে ব্যাপক অনিয়মের প্রমাণ মেলে। প্রায় ৫০ জন নকল নবীশকে অফিস ক্যাম্পাসে বসে কাজ করার নিয়ম থাকলেও তারা নিয়ম ভেঙে কর্মকর্তাদের মতো সরাসরি অফিসের ভেতরে বসে সেবা দিচ্ছিলেন। এটি সম্পূর্ণ আইন ও নিয়মবহির্ভূত।

এছাড়া অভিযানে নকল নবীশ মর্জিনা খানম ও শিল্পি রানীর কাছ থেকে সর্বমোট ৬৭ হাজার টাকা সন্দেহজনকভাবে উদ্ধার করা হয়। মর্জিনা খানম (৪৩) সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মানিক সিকদারের স্ত্রী এবং শিল্পি রানী (৪৮) নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী। তারা উভয়েই নকল নবীশ হিসেবে কর্মরত আছেন।

সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দলিল রেজিস্ট্রিতে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। উদ্ধার করা টাকার বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান দলিল রেজিস্ট্রির দুর্নীতি ও অনিয়মের বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা আশা করছেন, দুদকের এই উদ্যোগ ভবিষ্যতে দলিল রেজিস্ট্রি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট