1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, সংরক্ষণ, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা থাকবে।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে মৎস্যজীবীদের সচেতন করা হয় এবং নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিলন তালুকদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহীদ, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন কাজীসহ বিভিন্ন সাংবাদিক ও মৎস্যজীবীরা।

বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ আহরণ, সংরক্ষণ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এ সময়ে সরকারিভাবে ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। আইন অমান্য করলে জেল-জরিমানা সহ শাস্তির মুখোমুখি হতে হবে।

তারা আরও জানান, এই নিষেধাজ্ঞা মেনে চললে দেশে পর্যাপ্ত ইলিশ উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়ক হবে। বক্তারা জোর দিয়ে বলেন, শুধু মৌসুমি অভিযানে নয়, বর্ষব্যাপী মৎস্য আহরণের অন্যান্য নিষেধাজ্ঞাও যথাযথভাবে মানতে হবে।

সভায় মৎস্যজীবীদের আশ্বস্ত করা হয় যে, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে, যাতে তারা পরিবার নিয়ে জীবনযাপন করতে পারেন। পাশাপাশি এই সময়ে মৎস্য দপ্তর, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সচেতন মহলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট