1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময়

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরে দুর্গাপূজায় শুভেচ্ছা জানানো হয়েছে। প্রতিনিধি দল মন্দির পরিদর্শন করে পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুর জেলার সকল মন্দিরে পূজার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিনিধি দল বিভিন্ন মন্দির পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে কদমতলা ইউনিয়নের ধর্ম দক্ষিণী শিব মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ও পোরগোলা নতুন হাটখোলা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে এই শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, “আমাদের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান সবসময় বলেন, ধর্ম দিয়ে বিভাজন করা সম্ভব নয়। বিগত ১৭ বছর আমাদের আপনাদের পাশে আসতে দেওয়া হয়নি। তবে আপনাদের যেকোনো সমস্যায় জামায়াত সবসময় পাশে থাকবে।”

তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত আবাসভূমি। এখানে সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালনের অধিকার রাখে।”

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, “পিরোজপুরসহ সারাদেশের মন্দিরগুলোতে পূজা-অর্চনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। হিন্দু সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, উন্নতি ও সুখ-সমৃদ্ধি কামনা করছি।”

পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, ছাত্রশিবিরের জেলা প্রচার সম্পাদক মো. হাসিব বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নকিব নাসরুল্লাহ, যুব নেতা আশিকুর রহমান নয়নসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

এ সময় পূজার্থীরা জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট