1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

সুষ্ঠু নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব: মঈন খান

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। “দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। এই অধিকার আদায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঠিক পথে পরিচালিত করছেন। আগামী অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে, যা তাদের প্রধান দায়িত্ব। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) প্রতিষ্ঠা করে জনগণের সেই স্বপ্নকে ভেঙে দেয়। বর্তমান পরিস্থিতিতে জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রস্তুত।”

বিএনপির এই নেতা দাবি করেন, আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনের কারণে দেশের জনগণের ভোটাধিকার হারিয়েছে। তবে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি মো. রফিকুল ইসলাম তুহিন। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং আব্দুর রাজ্জাকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সকলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি সকল অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ড. মঈন খান দেশের তরুণ সমাজকে এই সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন,  “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার আদায়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাদের অংশগ্রহণ ছাড়া সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় জাতীয়তাবাদী বাউল দলের শিল্পীরা দেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ড. মঈন খানের বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখার পাশাপাশি জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট