1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেছেন, প্রার্থী মনোনয়ন দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি, সবাই রেড সিগন্যালে আছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, দলের প্রার্থী মনোনয়ন নিয়ে যেসব আলোচনা হচ্ছে, তা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, বিএনপির মনোনয়ন প্রক্রিয়া কেবলমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তের মাধ্যমেই হবে। তাই এখন পর্যন্ত কেউ প্রার্থী হওয়ার গ্রিন সিগন্যাল পাননি, বরং সবাই এখনো “রেড সিগন্যালে” আছেন।

বুধবার (১ অক্টোবর) বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম এ মালেক এ মন্তব্য করেন। তিনি বলেন, “কেউ কেউ নিজেরা প্রার্থী ঘোষণা দিচ্ছেন বা দাবি করছেন যে গ্রিন সিগন্যাল পেয়েছেন। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রার্থী নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে কেবল কেন্দ্রীয় নেতৃত্ব।”

এ সময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এম এ মালেক বলেন, গত পনেরো বছরে সরকারের কর্মকাণ্ড জনগণ ভুলে যায়নি। আওয়ামী লীগের কর্মকাণ্ডে দেশের মানুষ ক্ষুব্ধ এবং এখন তারা আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিএনপির প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে এম এ মালেক বলেন, এটি ছিল কূটনৈতিক বক্তব্য, এর ভিন্ন কোনো ব্যাখ্যা নেই।

তিনি আরও বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরতে পারেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট সময় শিগগিরই জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট