1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

অন্তর্বর্তী সরকারকে জনগণ আর বেশি সময় দেবে না: সাকি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

শাহবাগে অনুষ্ঠিত এক সমাবেশে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, সরকারের তিন মাস অতিবাহিত হলেও দেশের জনগণের সমস্যা যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, নিরাপত্তাহীনতা এবং আয়-ব্যয়ের অসমতা এখনও সমাধান হয়নি।

শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় জাদুঘরের সামনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এসময় তিনি সরকারের প্রতি অভিযোগ করেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। তিনি বলেন, “এভাবে চলতে পারে না। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেটা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান, বাঙালি-চাকমা-মারমা-আদিবাসী, নারী-পুরুষ, অথবা যে কোনো রাজনৈতিক বিশ্বাস ও জীবনচর্চার হোক না কেন।”

জোনায়েদ সাকি আরও বলেন, “এটাই এখন দেশের মানুষ চায়, আপনাদের চলতে হবে মানুষের চাওয়ার অনুসারে। জনগণ আপনাদের সহায়তা করেছে, সমর্থন দিয়েছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। যদি তা না হয়, তবে জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না।”

মওলানা ভাসানীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে জোনায়েদ সাকি বলেন, “দেশের মানুষ যখন বিপদে পড়েছে কিংবা জাতীয় সংকটের মধ্যে, তখন মওলানা ভাসানী জাতিকে সামনের দিশা দিয়েছেন। তিনি ছিলেন একমাত্র নেতা যিনি প্রতিটি সন্ধিক্ষণে জাতিকে পথ দেখিয়েছেন।”

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়, যা শাহবাগ থেকে শুরু হয়ে কাঁটাবন, বাটা সিগন্যাল, ফ্রি স্কুল স্ট্রিট হয়ে হাতিরপুলে গিয়ে শেষ হয়। এতে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, রাজনৈতিক পরিষদের নেতা হাসান মারুফ, সদস্য দেওয়ান আব্দুর রশিদ, নেতা মনির উদ্দিন, এবং সম্পাদকমণ্ডলীর নেতা বাচ্চু ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এই সমাবেশ এবং শোভাযাত্রা দেশে গণতন্ত্র, নিরাপত্তা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সরকারের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট