1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: খান গোলাম রসুল

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল বলেছেন, পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। খুলনার দিঘলিয়ায় আয়োজিত সুধী সমাবেশে তিনি জুলাই সনদের ভিত্তিতে গণতান্ত্রিক নির্বাচন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক পরিচালক ও বিশিষ্ট শ্রমিক নেতা খান গোলাম রসুল বলেছেন, “জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমেই কেবল এদেশে ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি বলেন, “একটি ন্যায় ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য ঘুষ, দুর্নীতি, দখলদারী, চাঁদাবাজি ও লুটপাটমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ মাগরিব দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খান গোলাম রসুল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান।

এ সময় বক্তারা বলেন, জুলাই সনদের আলোকে গণতান্ত্রিক সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, খুন-গুম ও গণহত্যার বিচার, এবং নির্বাচনে সমান সুযোগের (প্লেয়িং ফিল্ড) নিশ্চয়তা—এই দাবিগুলো এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাসলিম হাসান টুটুল, এবং উপজেলা জামায়াতের শুরা সদস্য মো. সাইফুল্লাহ মানসুর।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মুজিবর রহমান, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ইলিয়াস হুসাইন, আবু ইউসুফ, রইসুদ্দীন, মোল্যা মাকসুদুল ইসলাম, মকবুল হোসেন, দাউদ আলী সরদার, নুর ইসলাম মোড়ল, শেখ রওশন আজাদ ও শওকাত আকবর প্রমুখ।

বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তারা আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ হবে তখনই, যখন দেশে সত্যিকারের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট