1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ

ইন্দুরকানীতে খাদ্যবান্ধব চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে ১৫ টাকা কেজি দরের খাদ্যবান্ধব চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। সুবিধাভোগীরা জানান, ৩০ কেজির পরিবর্তে দেওয়া হচ্ছে ২৭ থেকে ২৮ কেজি চাল।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ডিলারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চন্ডিপুর বাজারে চাল বিতরণের সময় এমন অনিয়মের অভিযোগ করেন সুবিধাভোগীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, ডিলার নবীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হাই জোমাদ্দার চাল মাপার যন্ত্র ব্যবহার না করে বালতি দিয়ে ৩০ কেজির চাল বিতরণ করছেন। তবে অন্য স্থানে ওজন করলে দেখা যায়, প্রতিজন কার্ডধারী গড়ে ২ থেকে ৩ কেজি করে কম চাল পাচ্ছেন।

সুবিধাভোগীরা জানান, প্রতি মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় জনপ্রতি ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও প্রকৃতপক্ষে ২৭ থেকে ২৮ কেজি চাল দেওয়া হচ্ছে। একজন কার্ডধারী অভিযোগ করেন, “আমরা ১৫ টাকা কেজি দরে টাকার পুরো মূল্য দিই, কিন্তু চাল নিয়ে ওজন করলে সবসময়ই ২ থেকে ৩ কেজি কম পাই।”

এলাকাবাসীর ভাষায়, অক্টোবর মাসের খাদ্যবান্ধব চাল বিতরণের সময় ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে এ অনিয়ম নিয়মিতভাবে ঘটছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিলার আব্দুল হাই জোমাদ্দার বলেন, “আস্ত বস্তা হলে সমস্যা হইত না। আমরা ১৭ লিটার বালতি দিয়ে মাপি, সামান্য কমবেশি হইতে পারে। সকাল থেকে ১৫০ জন সুবিধাভোগীকে চাল দেওয়া হয়েছে, এখন একুরেট মেপে দিচ্ছি।”

তবে অভিযোগের বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান বীন মুহাম্মদ আলী বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ডিলারের বিরুদ্ধে তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট