1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্বিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্বিত

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের বাসভবনে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গেলে তিনি এই কথা বলেন।

হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, “জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। এ জন্য দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ খালেদা জিয়াকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে তিনি দেশবাসীর অনুপ্রেরণা।”

প্রায় ১৫ বছর পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হুমায়ুন কবীর। গত ৯ নভেম্বর তিনি দেশে ফিরে আসেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল।

বিশ্বব্যাপী আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গঠনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন হুমায়ুন কবীর। বিএনপির পক্ষ থেকে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত। বিএনপি নেতারা মনে করেন, আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার সরকারের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড প্রকাশ্যে আনার ক্ষেত্রে হুমায়ুন কবীরের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

শারীরিকভাবে অসুস্থ থাকলেও দেশ ও জনগণের প্রতি খালেদা জিয়ার মনোযোগ অটুট রয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। তিনি জানান, “বেগম খালেদা জিয়া সবসময় জনগণের পাশে ছিলেন এবং গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ করতে উৎসাহিত করেছেন।”

দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক খালেদা জিয়া এখনও দেশের জনগণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করেছে। অন্যদিকে, হুমায়ুন কবীরের দেশে প্রত্যাবর্তন বিএনপির আন্তর্জাতিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট