1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী রাবেয়া আক্তার নিখোঁজের ৮ দিন পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, তারা সর্বত্র খোঁজ নিয়েও মেয়েটির হদিস পাননি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর জেলার ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ৮ দিন পার হলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলারণ গ্রামের মৃত জামাল হাওলাদারের বড় মেয়ে রাবেয়া আক্তার (১৮) গত ১১ অক্টোবর খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা ব্যর্থ হয়েছেন।

নিখোঁজ রাবেয়া কলারণ ইসলামিয়া দাখিলা মাদ্রাসা থেকে ২০২৫ সালে দাখিল পরীক্ষা পাশ করেন। পরিবারের একমাত্র ভরসা হওয়ায় তার নিখোঁজ হওয়ায় পরিবারটি গভীর শোক ও উদ্বেগে দিন পার করছে।

রাবেয়ার মা লিপি বেগম বলেন, “এক মাস আগে আমার স্বামী মারা গেছে। এখন আবার মেয়েটাও হারিয়ে গেছে। আত্মীয়-স্বজনসহ সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি। আমি থানায় এসে জিডি করার প্রস্তুতি নিচ্ছি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মারুফ হোসেন) বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এলাকায় রাবেয়ার নিখোঁজ হওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে পরিবার ও স্থানীয় প্রশাসন মেয়েটিকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার আশায় দিন গুনছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট