চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৮ কোটি ৭৪ লাখ ডলার বৈদেশিক আয়।
রোববার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, অক্টোবরের প্রথম ১৮ দিনে দেশে এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যা প্রবাসী আয় বৃদ্ধির ইতিবাচক ধারাকে নির্দেশ করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ১৮ অক্টোবর তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
এই পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীল বৃদ্ধি দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
এর আগে, সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
অর্থাৎ গত তিন মাসে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বেড়ে চলেছে, যা অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এটি বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড, যা প্রবাসীদের অবদান ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিফলন।