পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং শহীদ আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেছেন, “আজ আমরা এমন এক বাংলাদেশে দাঁড়িয়ে আছি, যেখানে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে। গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছি।”
তিনি বলেন, “এই সময়ে শেখ হাসিনার সরকার বিরোধী মতের মানুষদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। মামলা, হত্যা, গুম ও হামলার মধ্য দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। তবুও আমরা দমে যাইনি, বরং আরও ঐক্যবদ্ধ হয়েছি।”
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাসুদ সাঈদী।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ পারভিন এবং সঞ্চালনা করেন ইউপি সচিব সুমন শিকদার।
মাসুদ সাঈদী বলেন, “যখন জনগণের আন্দোলন সফলতার পথে, তখনই ফ্যাসিবাদবিরোধী শক্তির ভেতরে বিভেদ সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে। শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন তারা বিদেশ থেকে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। আমাদের ঐক্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “গঠনমূলক সমালোচনা ও মতভেদ গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই মতভেদ যেন ঐক্য নষ্ট না করে। আমরা চাই, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তি একই পতাকার নিচে দাঁড়াক। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে ন্যায়, ইনসাফ ও জনগণের শাসন।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এবার ঐক্যবদ্ধভাবে গড়বো নতুন এক বাংলাদেশ—যেখানে দুর্নীতি নয়, সুশাসন থাকবে; স্বৈরতন্ত্র নয়, গণতন্ত্র থাকবে; আর দেশের শাসন হবে জনগণের হাতে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল খান, ইউপি সদস্য ময়না বেগম, শিরিন আক্তার, তপন কুমার সাহা, ইউনিয়ন আমীর ওমর ফারুক, যুবনেতা মুবাশশির সানি, জাকারিয়া হোসেন, মামুন হোসেন, শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাটি ছিল ঐক্য, পরিবর্তন ও ন্যায়ের বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে এক অনুপ্রেরণামূলক সমাবেশ।