1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
ঘূর্ণিঝড় কালমায়েগির পর ফিলিপাইনে আবারও আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’। ঝড়ে দুই জনের মৃত্যু হয়েছে এবং লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩‍০ কিলোমিটার ছাড়িয়েছে।

ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতের রেশ কাটতে না কাটতেই ফিলিপাইনের মধ্য ও পূর্বাঞ্চলে আবারও আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’ (Fung-Wong)। রবিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় ভোরে আঘাত হানার পর থেকেই তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কবলে পড়েছে দেশটির লুজন দ্বীপসহ আশপাশের অঞ্চল। এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এবং লাখো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে ঝড়ের তীব্র প্রভাবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। প্রবল বাতাসে বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, টাইফুন ‘ফাং-ওং’ ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে লুজন দ্বীপে প্রবেশ করেছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আজ রাতের প্রথম দিকে অরোরা প্রদেশে ভূমিধসের আশঙ্কা রয়েছে। ঝড়ের তীব্রতা বিবেচনা করে ওই অঞ্চল থেকে দশ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে রাজধানী ম্যানিলা, বাইকল আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্যাংলিসহ বেশ কিছু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, ক্যাটানডুয়ানেস শহরে একজন ডুবে মারা গেছেন এবং ক্যাটবালোগান এলাকায় একটি বাড়ি ধসে পড়লে এক নারী নিহত হয়েছেন।

স্থানীয়ভাবে ‘উওয়ান’ নামে পরিচিত এই টাইফুনটি এ বছর ফিলিপাইনে আঘাত হানা ২১তম ঘূর্ণিঝড়। সাধারণত দেশটিতে প্রতিবছর প্রায় ২০টি ঝড় আঘাত হানে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও তীব্রতা দুটোই বাড়ছে, যা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট