1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
সৌদি আরবে বাসস্থান, শ্রমবিধি ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। অবৈধ প্রবেশ, শ্রম আইন লঙ্ঘন ও আশ্রয়–পরিবহন সহায়তায় কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবে বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে মাত্র এক সপ্তাহেই ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৫ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি (SPA) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ২৭ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করায় ৪৭৮১ জন, এবং শ্রম–সম্পর্কিত সমস্যায় ৩৩৪৮ জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে সৌদি কর্তৃপক্ষ কঠোর নজরদারি নিশ্চিত করার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শূন্য–সহনশীলতার নীতি গ্রহণ করেছে।

এছাড়া অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করা ১৯২৪ জনের জাতীয়তা বিশ্লেষণে দেখা যায়—

  • ৬২% ইথিওপিয়ান,

  • ৩৭% ইয়েমেনি,

  • ১% অন্যান্য দেশের নাগরিক।

সৌদি থেকে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩২ জনকে ধরা হয়। পাশাপাশি অবৈধ প্রবেশকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ৩১ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়,
অবৈধ প্রবেশে সহায়তা করলে

  • সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড,

  • ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা,

  • সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

মন্ত্রণালয় আরও জানায়, নিরাপত্তা বিধি লঙ্ঘন রোধে দেশজুড়ে অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট