1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশ: বাসে আগুন বা ককটেল নিক্ষেপ করলে গুলি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন—বাসে আগুন বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে গুলি করা হবে। শাটডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

রাজধানীতে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার বিকেলে ওয়্যারলেস বার্তায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্দেশ দিয়েছেন—কেউ যানবাহনে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করা হবে। ডিএমপির অপরাধ বিভাগের একজন উপকমিশনার নিশ্চিত করেছেন যে কমিশনার সরাসরি বেতার বার্তায় এই নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি—কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।” তার এই বক্তব্যের পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৬ ও ১৭ নভেম্বর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে দলটি ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ ঘোষণা করেছিল। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এই কর্মসূচিগুলোর আগে থেকেই রাজধানীসহ বিভিন্ন জেলায় বাসে-ট্রেনে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণসহ একাধিক নাশকতার ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট