1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

জামায়াতে ইসলামীকে ভোট দিলে ভিন্ন ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে -শামীম সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শামীম সাঈদী বলেছেন, জামায়াতের নেতাকর্মীরা কখনো হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করেনি। সুধী সমাবেশে তিনি শান্তিপূর্ণ共অবস্থান, নারীর মর্যাদা, সুশাসন ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

পিরোজপুর-২ আসনের (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা শামীম সাঈদী বলেছেন,
“স্বাধীনতার পর গত ৫৪ বছরে জামায়াতের কোনো নেতা–কর্মী হিন্দু ভাই–বোনদের ওপর হামলা বা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণের সঙ্গে জড়িত ছিল না। জামায়াতে ভোট দিলে ভিন্ন ধর্মাবলম্বীরাও নিরাপদ থাকবে।”

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নেছারাবাদ উপজেলার ৪ নং আটঘর–কুড়িয়ানা ইউনিয়নে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম সাঈদী বলেন, “আমরা নারীদের জোর করে হাতমোজা বা পায়েমোজা পরাতে চাই না। ইসলাম শান্তির ধর্ম, এখানে উগ্রতার কোনো জায়গা নেই। জামায়াত পরিচালিত সব প্রতিষ্ঠানেই নারীরা নিরাপত্তা ও মর্যাদার সাথে কাজ করেন। ইসলাম কখনো নারীদের অসম্মান করে না।”

ভোটের গুরুত্ব নিয়ে তিনি আরও বলেন, “টাকার বিনিময়ে ভোট বিক্রি করা আমানতের খেয়ানত। যারা টাকা দিয়ে ভোট নেয়, তারা ক্ষমতায় গিয়ে জনগণের টাকার উন্নয়ন প্রকল্প আত্মসাৎ করে। সৎ, ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়াতে হলে আমানত রক্ষা করতে হবে।”

দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সুশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, “নিরাপদ ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। রাষ্ট্রক্ষমতায় এলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই হবে জামায়াতের প্রধান কাজ।”

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তি, সহাবস্থান ও উন্নয়নের পক্ষে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট