1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বাংলাদেশে প্রথমবার প্রচলন শুরু নতুন ডিজাইনের ৫০০ টাকা নোট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ডিজাইনের ৫০০ টাকা নোট আজ থেকে প্রচলন শুরু হয়েছে। উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ নোটটিতে রয়েছে শহীদ মিনার, শাপলা ও সুপ্রীম কোর্টের ছবি।

দেশে প্রথমবারের মতো নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা নোট আজ (৪ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচলনে আসছে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোট বাজারে আসায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রথম ধাপে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ শুরু হবে।

নতুন এই নোটের ডিজাইনে রাখা হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছাপ। নোটের সামনের অংশে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় ফুল শাপলার নান্দনিক চিত্র। পিছনের অংশে স্থান পেয়েছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্টের ভবন। নোটে জলছাপ হিসেবে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ‘500’ সংখ্যা ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।

নিরাপত্তা বৈশিষ্ট্যের ক্ষেত্রেও নতুন নোটটি অত্যাধুনিক। নকল শনাক্ত সহজ করতে এতে যুক্ত করা হয়েছে ১০ ধরনের সিকিউরিটি ফিচার। উল্লেখযোগ্য নিরাপত্তা উপাদানের মধ্যে রয়েছে— রঙ পরিবর্তনশীল “500” সংখ্যা, যা নাড়ালে সবুজ থেকে নীল হয়, লাল ও স্বর্ণালী নিরাপত্তা সুতা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শে অনুভূত ৫টি ছোট বৃত্ত, ইন্টাগ্লিও কালি, মাইক্রোপ্রিন্ট, See Through image, UV fluorescence ও UV curing varnish প্রযুক্তি, কাগজে যুক্ত লাল, নীল ও সবুজ ফাইবার।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোট চালুর পরও পূর্বে প্রচলিত সব কাগজ ও ধাতব নোট বৈধ হিসেবে ব্যবহারযোগ্য থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোট (বিনিময়যোগ্য নয়) মিরপুরের টাকা জাদুঘরে নির্ধারিত মূল্যে পাওয়া যাবে।

নতুন ডিজাইন ও নিরাপত্তাবহুল এই ৫০০ টাকা নোট বাংলাদেশে মুদ্রা ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট