1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে রাশিয়া ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখবে। বৈঠক, আলোচনা

যুক্তরাষ্ট্রের চাপ ও সতর্কতা সত্ত্বেও ভারতে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৫ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি পুতিনের প্রথম ভারত সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল ক্রয়ের কারণে বেশিরভাগ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। যুক্তরাষ্ট্রের দাবি—রাশিয়া থেকে তেল কেনার অর্থ ইউক্রেন যুদ্ধের তহবিলে সহায়তা করছে। এমন প্রেক্ষাপটে পুতিনের এ ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন দিল্লিতে পৌঁছালে তাকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়। প্রটোকল ভেঙে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরে উপস্থিত হন এবং রুশ প্রেসিডেন্টকে আলিঙ্গন করে স্বাগত জানান। দুই দেশের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের প্রতিফলন ছিল এই দৃশ্য।

বৈঠকে পুতিন বলেন, “রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবচ্ছিন্ন চালান চালিয়ে যেতে প্রস্তুত।”

উত্তরে মোদি বলেন, “জ্বালানি নিরাপত্তা ভারত-রাশিয়া অংশীদারিত্বের একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ।”

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার অন্যতম বৃহৎ তেল ক্রেতায় পরিণত হয়। যেখানে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার তেল ও গ্যাস আমদানি কমিয়ে দেয়, সেখানে ভারত উল্টো রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য বৃদ্ধি করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট