1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সরকার চাইলে যুক্তরাজ্য তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত

সরকার চাইলে যুক্তরাজ্য তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
তারেক-রহমান

যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্য সহযোগিতা করবে। রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, “বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সরকার যে কাজ করছে, তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. ইউনূসের ভিশনের প্রতি যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজনীয়তাও আমরা উপলব্ধি করছি।” তিনি আরও জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা করবে।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যেকোনো সময় বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন।

তিনি আরও বলেন, “সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই।”

ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম যুক্তরাজ্যের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফরে এলেন। সফরের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা, এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা।

বৈঠকে তিনি জানান, “নির্বাচন প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের গভীর আগ্রহ রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা সবসময় সহায়ক ভূমিকা পালন করতে চাই।”

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সংস্কার এবং সমঝোতার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন ক্যাথরিন ওয়েস্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট