1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

সরকার চাইলে যুক্তরাজ্য তারেক রহমানকে দেশে ফিরতে সহায়তা করবে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
তারেক-রহমান

যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানিয়েছেন, সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্য সহযোগিতা করবে। রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

ক্যাথরিন ওয়েস্ট বলেন, “বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সরকার যে কাজ করছে, তাতে আমাদের সমর্থন থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ড. ইউনূসের ভিশনের প্রতি যুক্তরাজ্য তাকিয়ে রয়েছে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার প্রয়োজনীয়তাও আমরা উপলব্ধি করছি।” তিনি আরও জানান, পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে যুক্তরাজ্য বাংলাদেশকে সহায়তা করবে।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি চাইলে যেকোনো সময় বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন।

তিনি আরও বলেন, “সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই।”

ক্যাথরিন ওয়েস্ট ১৬ নভেম্বর দুদিনের সফরে ঢাকায় আসেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম যুক্তরাজ্যের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি বাংলাদেশ সফরে এলেন। সফরের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা, এবং যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা।

বৈঠকে তিনি জানান, “নির্বাচন প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্যের গভীর আগ্রহ রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা সবসময় সহায়ক ভূমিকা পালন করতে চাই।”

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সংস্কার এবং সমঝোতার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন ক্যাথরিন ওয়েস্ট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট