1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ সর্বোচ্চ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ সর্বোচ্চ

সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা খরচ করেছেন প্রায় ৭৭ কোটি টাকা, যা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে সর্বোচ্চ। এই সময় ভারতে ক্রেডিট কার্ড খরচ কমে ৫১ কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জুলাই থেকে ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান সীমিত করেছে, যা বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ এবং ক্রেডিট কার্ড ব্যবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। জুন: ভারতে খরচ ছিল ৯২ কোটি টাকা, অগাস্ট ও সেপ্টেম্বর: খরচ নেমে এসেছে ৫১ কোটি টাকায়, ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসা ভিসা ব্যতীত অন্যান্য ভিসার কড়াকড়ির কারণে এ প্রবণতা দেখা গেছে।

সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশে মোট খরচ করেছেন ৪২১ কোটি টাকা, যা অগাস্টের তুলনায় ৪৮ কোটি টাকা বা ১৩% বেশি। যুক্তরাষ্ট্র: ৭৭ কোটি টাকা, ভারত: ৫১ কোটি টাকা, থাইল্যান্ড: ৪২ কোটি টাকা (২৭% বৃদ্ধি), মালয়েশিয়া ও নেদারল্যান্ডস: প্রত্যেকটি দেশে খরচ বেড়েছে ৫ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে, সেপ্টেম্বর: ২,৬৬৮ কোটি টাকা, অগাস্ট: ২,৩৩২ কোটি টাকা, বৃদ্ধি: ৩৩৬ কোটি টাকা বা ১৪.৪০%।

বিদেশে ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, ডিপার্টমেন্ট স্টোরে: ১১৬ কোটি টাকা, রিটেইল আউটলেট সার্ভিসে: ৭৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই আগের মাসের তুলনায় খরচ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ ৪৪টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, দেশ-বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন এবং ভিসার কড়াকড়ি বিদেশে খরচের ধরণে পরিবর্তন আনছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, এবং ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচ বৃদ্ধি এ পরিবর্তনেরই প্রতিফলন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট