1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ সর্বোচ্চ - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ সর্বোচ্চ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ সর্বোচ্চ

সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা খরচ করেছেন প্রায় ৭৭ কোটি টাকা, যা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে সর্বোচ্চ। এই সময় ভারতে ক্রেডিট কার্ড খরচ কমে ৫১ কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জুলাই থেকে ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান সীমিত করেছে, যা বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ এবং ক্রেডিট কার্ড ব্যবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। জুন: ভারতে খরচ ছিল ৯২ কোটি টাকা, অগাস্ট ও সেপ্টেম্বর: খরচ নেমে এসেছে ৫১ কোটি টাকায়, ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসা ভিসা ব্যতীত অন্যান্য ভিসার কড়াকড়ির কারণে এ প্রবণতা দেখা গেছে।

সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদেশে মোট খরচ করেছেন ৪২১ কোটি টাকা, যা অগাস্টের তুলনায় ৪৮ কোটি টাকা বা ১৩% বেশি। যুক্তরাষ্ট্র: ৭৭ কোটি টাকা, ভারত: ৫১ কোটি টাকা, থাইল্যান্ড: ৪২ কোটি টাকা (২৭% বৃদ্ধি), মালয়েশিয়া ও নেদারল্যান্ডস: প্রত্যেকটি দেশে খরচ বেড়েছে ৫ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে, সেপ্টেম্বর: ২,৬৬৮ কোটি টাকা, অগাস্ট: ২,৩৩২ কোটি টাকা, বৃদ্ধি: ৩৩৬ কোটি টাকা বা ১৪.৪০%।

বিদেশে ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, ডিপার্টমেন্ট স্টোরে: ১১৬ কোটি টাকা, রিটেইল আউটলেট সার্ভিসে: ৭৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই আগের মাসের তুলনায় খরচ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ ৪৪টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, দেশ-বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন এবং ভিসার কড়াকড়ি বিদেশে খরচের ধরণে পরিবর্তন আনছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, এবং ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচ বৃদ্ধি এ পরিবর্তনেরই প্রতিফলন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট