1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ভারতের অহেতুক মিথ্যা তথ্য জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত অহেতুক মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি মঙ্গলবার (৩ ডিসেম্বর) লন্ডনে অনুষ্ঠিত এক সমাবেশে এই মন্তব্য করেন। যুক্তরাজ্য বিএনপি এ সমাবেশের আয়োজন করে, যা ছিল মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ভারতের কর্তৃক আগরতলা কনস্যুলেটে হামলা এবং কলকাতায় হামলার ঘটনা ঘটে, যা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি সতর্কতা জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণকে একত্রিত হয়ে এই কঠিন সময় মোকাবিলা করতে হবে।

তিনি ভারতকে তীব্র সমালোচনা করে বলেন, “ভারত অতীতে বাংলাদেশে যে ভুল করেছে, তা সংশোধন করার চেষ্টা করছে, তবে বর্তমানের কার্যকলাপ যেন আর না ঘটে,” মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল অতীত সরকারের সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে যে, প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “কীভাবে একটি দেশের সরকার তার দেশের সম্পদ এমনভাবে লুট করতে পারে?” তিনি আরও উল্লেখ করেন যে, লন্ডনে এক ব্যক্তি সরকারের মাত্র ৩৬৫টি বাড়ির মালিক।

বিএনপি মহাসচিব আরও বলেন, এই সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এবং তিনটি নির্বাচন জোর করে দখল করেছে। তিনি দাবি করেন, তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার জন্য চায়।

এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল বিএনপির অবস্থান এবং সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, পাশাপাশি বিদেশে বাংলাদেশি জনগণ ও সরকারের বিরুদ্ধে ভারতীয় কার্যকলাপের বিষয়েও উদ্বেগ জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট