1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জি এম কাদের অন্তর্বর্তী সরকার নিয়ে অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

জি এম কাদের অন্তর্বর্তী সরকার নিয়ে অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
জি-এম-কাদের-অন্তর্বর্তী-সরকার-নিয়ে-অসন্তোষ-ও-উদ্বেগ-প্রকাশ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয়। শনিবার (৭ ডিসেম্বর) বনানী কার্যালয়ে ‘সংবিধান সংরক্ষণ দিবস’-এর আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারের সমর্থন পদদলিত হয়েছে। সংবিধান সংস্কার কমিটি জাপার প্রস্তাবনা গ্রহণ করলেও তা অপমানের সঙ্গে করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, “ঐক্যের চেয়ে প্রতিশোধ সামনে আসছে।”

তিনি আরও বলেন, “অর্ন্তবর্তীকালীন সরকার সবার মতামতের ভিত্তিতে কাজ করছে না। বরং প্রতিশোধপরায়ণ মনোভাব নিয়ে কাজ করছে। এমন অবস্থায় সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়।”

জি এম কাদের বলেন, “২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৪৮ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছিল আর জাপা ৭ দশমিক ০৭ শতাংশ। তবুও জাতীয় ঐক্য বা সংলাপে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। এই সিদ্ধান্ত অবিশ্বাস ও সংঘাতের পরিবেশ সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের মতো একতরফা নির্বাচন করে টেকসই সমাধান সম্ভব নয়। নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণমূলক।”

জি এম কাদের সরকারের প্রশাসনিক কার্যক্রমের সমালোচনা করে বলেন, “বর্তমান প্রশাসন জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। তারা সরকারের চেয়ে নিয়োগদাতাদের কথা বেশি শুনছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে হতাশা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কীভাবে সংস্কার ও নির্বাচন সম্ভব?”

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, “কোনো রাজনৈতিক দল যদি সন্ত্রাসী সংগঠন না হয়, তাদের রাজনীতি বা নির্বাচন থেকে বাইরে রাখা উচিত নয়।”

জি এম কাদের বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের লোকজন ভোট দিতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হলে তা টেকসই হবে না।”

১৯৯০ সালের ৬ ডিসেম্বর হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের দিনটি অন্যান্য দল স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করলেও, জাতীয় পার্টি ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে।

সভায় জাপার জ্যেষ্ঠ নেতারা, যেমন মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া বক্তব্য দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট