1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব গ্রহণ: ডা. তাসনিম জারা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ডা.-তাসনিম-জারা

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর এবং চিকিৎসক ডা. তাসনিম জারা রাজনীতিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন।

ডা. তাসনিম জারা লিখেছেন, “আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এটি আমার প্রথম রাজনৈতিক পদক্ষেপ। সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি। তারা দেশের পরিবর্তনে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও প্রস্তুত আছেন।”

তিনি আরও যোগ করেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক মর্যাদা নিশ্চিতকরণ এবং শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা দীর্ঘমেয়াদী কাজ। জানি না আমরা কতটা সফল হব, তবে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

পোস্টের শেষে তিনি লেখেন, “আমার জন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন। আর ভালো কিছু করলে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে থাকবেন।”

গত সোমবার (৯ ডিসেম্বর) নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক কমিটি পুনর্গঠন করা হয়। তাতে ডা. তাসনিম জারাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

তাসনিম জারা যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ক উদ্যোগ ‘সহায় হেলথ’-এর সহপ্রতিষ্ঠাতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফলসহ ডিগ্রি অর্জন করেন। এছাড়া, রয়্যাল কলেজ অব অবস্টেট্রিশিয়ান ও গাইনোকোলজিস্ট থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেন।

সহজ ভাষায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ভিডিও তৈরি করে তাসনিম জারা বাংলাদেশে এবং প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট