1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

দাবি না মানলে ১ জানুয়ারি থেকে ডিম-মুরগি উৎপাদন বন্ধ: বিপিএ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ-পোল্ট্রি-অ্যাসোসিয়েশন-(বিপিএ)

প্রান্তিক পোল্ট্রি খামারিদের স্বার্থ রক্ষায় কর্পোরেট কোম্পানির আধিপত্য বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। দাবি পূরণ না হলে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিপিএ’র সভাপতি মো. সুমন হাওলাদার অভিযোগ করেন, প্রান্তিক খামারিদের রক্ষায় বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কর্পোরেট কোম্পানিগুলোর আধিপত্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা ক্ষুদ্র খামারিদের বিপুল ক্ষতির মুখে ফেলছে।

তিনি বলেন, ‘কর্পোরেট সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এটি শুধু প্রান্তিক খামারিদের জন্য নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির জন্য বড় হুমকি।’

বিপিএ’র ১০ দফা দাবি

১. কর্পোরেট কোম্পানিগুলোকে শুধুমাত্র ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনে সীমাবদ্ধ রাখতে হবে।
২. বাণিজ্যিকভাবে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করতে হবে।
৩. ফিড ও মুরগির বাচ্চার সিন্ডিকেট বন্ধ করতে হবে।
৪. প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
৫. ক্ষুদ্র খামারিদের সহজ শর্তে ঋণ ও ভর্তুকি দিতে হবে।
৬. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করতে হবে।
৭. প্রান্তিক খামারিদের জন্য আলাদা বাজার সুবিধা তৈরি করতে হবে।
৮. কর্পোরেট সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারি নীতিমালা প্রণয়ন করতে হবে।
৯. চুক্তিভিত্তিক ফার্মিং বন্ধ করতে হবে।
১০. প্রান্তিক খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করতে হবে।

বর্তমানে ডিম ও মুরগির বাজার স্থিতিশীল থাকলেও বিপিএ’র দাবি, কর্পোরেট সিন্ডিকেটের প্রভাবের কারণে প্রান্তিক খামারিরা প্রতিযোগিতায় টিকতে পারছেন না। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ খাতে কর্মরত ৫০ লাখ মানুষ কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে রয়েছেন।

বিপিএ সভাপতি আরও জানান, ‘সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে ১ জানুয়ারি থেকে প্রান্তিক খামার বন্ধের কর্মসূচি বাস্তবায়িত হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এই কর্মসূচি চালানো হবে।’

বিশেষজ্ঞরা মনে করছেন, পোল্ট্রি খাতের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তারা বলছেন, প্রান্তিক খামারিদের সুরক্ষায় সরকারি নীতিমালা প্রণয়ন এবং কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে প্রণোদনা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রম বাড়ানো যেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট