বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে আইকিউএয়ার-এর ওয়েবসাইটে দেখা যায়, ১২৬টি দূষিত শহরের মধ্যে দিল্লি ৯৭৯ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা, বেশ কয়েক দিন শীর্ষ দূষিত শহরের তালিকায় থাকলেও বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে। বৃহস্পতিবার ২৩৬ স্কোর নিয়ে ঢাকা তালিকার চতুর্থ স্থানে রয়েছে। তবে এই মান এখনও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের অবস্থা নির্ধারণের জন্য নিয়মিত এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) প্রকাশ করে। এই সূচক শহরের বায়ুর মান সম্পর্কে তথ্য দেয় এবং জনসাধারণকে সতর্ক করে।
একিউআই স্কোর ও তার অর্থ, ০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ।
দিল্লির বায়ুমান সূচক ৯৭৯ স্কোর, যা ‘ঝুঁকিপূর্ণ’ মানেরও অনেক উপরে। এর ফলে শহরের বাসিন্দারা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানা থেকে নির্গত গ্যাস, এবং শীতকালে ধোঁয়াশা বায়ুমানকে আরও খারাপ করে তুলছে।
ঢাকা ২৩৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। যদিও শীর্ষস্থান থেকে সরেছে, তবে এ অবস্থাও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে।
আইকিউএয়ার-এর পরামর্শ, ঘরের বাইরে মাস্ক পরুন, খোলা জায়গায় ব্যায়াম থেকে বিরত থাকুন, জানালা বন্ধ রাখুন, বায়ুমান উন্নত হওয়ার আগে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া এড়িয়ে চলুন।
দিল্লি ও ঢাকার মতো শহরগুলোতে বায়ুদূষণের অবস্থা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে। দূষণ কমাতে পরিবেশবান্ধব নীতি গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি জরুরি।