1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

বিশ্বব্যাংক ও এডিবি থেকে বাজেট সহায়তায় ১.১ বিলিয়ন ডলার ডিসেম্বরেই আসছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
রেমিট্যান্স

অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের মধ্যেই বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে মোট ১.১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়া যাবে। এ অর্থ দেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।

বিশ্বব্যাংক বাংলাদেশকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দিচ্ছে। গত ১৯ ডিসেম্বর দ্বিতীয় বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিট কর্মসূচির আওতায় এ সহায়তা অনুমোদিত হয়। সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের সফল সংস্কার কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই এ অর্থ দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংক বাজেট সহায়তার পাশাপাশি আরও দুটি খাতে প্রকল্প সহায়তা অনুমোদন করেছে, স্বাস্থ্য ও পুষ্টি খাত: ৩৭৯ মিলিয়ন মার্কিন ডলার, চট্টগ্রামের পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন: ২৮০ মিলিয়ন মার্কিন ডলার।

গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসন কার্যক্রম, উপপ্রোগ্রাম শীর্ষক কর্মসূচির আওতায় দেওয়া হচ্ছে। অর্থ বিভাগের উদ্যোগে এ কর্মসূচি প্রণীত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সহায়তা বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে গতি আনবে এবং উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সহায়ক হবে। বিশেষত সবুজ অর্থনীতি এবং জলবায়ু সহনশীল উন্নয়নে এ অর্থ ব্যবহৃত হবে।

এই বাজেট সহায়তা চলতি মাসের মধ্যেই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট