1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
চট্টগ্রামে পৌঁছাল আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ - RT BD NEWS
বুধবার, ০৭ মে ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

চট্টগ্রামে পৌঁছাল আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
এমভি ইউয়ান জিয়ান ফা ঝং

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পৌঁছেছে আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে এটি বন্দরে ভিড়ে। এর আগে দুপুর ২টার দিকে চট্টগ্রাম বোট ক্লাবের পাশ দিয়ে এটি বন্দরের দিকে অগ্রসর হয়।

শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে পণ্যবোঝাই করে জাহাজটি চট্টগ্রামে এসেছে। এর ৮৬ শতাংশ পণ্য এসেছে পাকিস্তান থেকে এবং ১৪ শতাংশ সংযুক্ত আরব আমিরাত থেকে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে করাচি গিয়ে আরও ৬৯৮টি কনটেইনার বোঝাই করে এটি চট্টগ্রামে পৌঁছায়।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন, আমদানিকৃত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। আইজিএমের (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট) তথ্য অনুযায়ী, ২৮৫ কনটেইনারে রয়েছে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ চিনি, যার ওজন প্রায় সাড়ে ৭ হাজার টন।

পণ্য তালিকায় আরও রয়েছে ১৭১ কনটেইনার ডলোমাইট (গ্লাস তৈরির কাঁচামাল), ১৩৮ কনটেইনার সোডা অ্যাশ (সিমেন্টের কাঁচামাল), ৪৬ কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু এবং ২০ কনটেইনার আখের গুড়।

জাহাজটি দ্রুত সময়ে দ্বিগুণ পরিমাণ কনটেইনার পরিবহন করায় ব্যবসায়ীরা পরিবহন খরচ সাশ্রয়ের সুযোগ পেয়েছেন। আনিস উদ দৌলা বলেন, “এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটি আমদানি পণ্য দ্রুত পৌঁছে দিয়ে ব্যবসায়িক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলছে।”

চট্টগ্রাম বন্দরে এই ধরনের জাহাজ পরিবহন দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা আশা করছেন, এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পেলে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট