1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন

জুড়ীতে দেড় লাখ টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের শিকার দুই নারী

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ছিনতাইয়ের-প্রতিকি-ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুজন নারী। সোমবার দুপুরে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের তেতইরতল এলাকায় জুড়ী-কুলাউড়া সড়কে ঘটে এই ছিনতাই ঘটনা। এতে ভুক্তভোগী নারীরা তাদের কাছে থাকা দেড় লাখ টাকা এবং মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ করেছেন।

ভুক্তভোগী দুই নারী হলেন, দুবাইপ্রবাসী সাইদুল ইসলামের স্ত্রী রাবিনা আক্তার এবং সাইদুলের বড় ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম। তারা গতকাল উপজেলা সদরের একটি ব্যাংক থেকে ১ লাখ ৬০ হাজার টাকা তুলে কিছু কেনাকাটা করেন এবং এরপর ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। দুপুরের প্রায় পৌনে একটার দিকে তারা বাড়ির কাছাকাছি পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে তাদের পথরোধ করে। মোটরসাইকেলের দুই আরোহী রাজিয়া বেগমের কাঁধে ঝোলানো ব্যাগ ধরে টানাটানি শুরু করেন।

ছিনতাইকারীরা রাজিয়া বেগমের ব্যাগটি ছিনতাই করার জন্য তাকে হুমকি দিতে থাকে। ব্যাগটির মধ্যে ছিল নগদ টাকা ও তাদের দুটি মুঠোফোন। ভুক্তভোগী নারীরা চিৎকার করলে ছিনতাইকারীরা ধারালো দা বের করে তাদের প্রাণনাশের ভয় দেখান। শেষমেশ তারা ব্যাগটি ছিনিয়ে নিয়ে কুলাউড়ার দিকে পালিয়ে যায়।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, ঘটনার পর ভুক্তভোগী নারীরা সন্ধ্যায় জুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ এখন ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, তবে এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

এই ছিনতাইয়ের ঘটনায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ এখনো তদন্ত অব্যাহত রেখেছে এবং শিগগিরই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে বলে আশাবাদী। স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা সুষ্ঠু বিচার এবং নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট