1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভারতীয় রুপির দরপতন: ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
রুপির মান সর্বনিম্ন পর্যায়ে

ভারতীয় মুদ্রা রুপির দর আরও একবার কমে গেছে। বর্তমানে প্রতি ডলারের বিনিময়ে ৮৫ দশমিক ৫৬ রুপি পাওয়া যাচ্ছে, যা রুপির ইতিহাসের সর্বনিম্ন। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, ডলারের দর ৮৬ রুপিতে পৌঁছানো এখন কেবল সময়ের ব্যাপার। এ অবস্থায় বিজেপি সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেনে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে ডলারের দর বৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ চিহ্নিত করা হয়েছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর সময়ের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

চলতি প্রান্তিকে ভারত থেকে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে। এর আগের প্রান্তিকে ভারতে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছিল।

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের পর আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা বেড়েছে এবং বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে।

বিরোধী দলগুলো বিজেপি সরকারকে রুপির দরপতনের জন্য দায়ী করছে। কংগ্রেস নেতা জয় রাম রমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৪ সালের রুপির অবমূল্যায়ন নিয়ে তাঁর বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। রমেশ বলেছেন, ২০১৩ সালে ইউপিএ সরকারের সমালোচনায় মোদি বলেছিলেন, “সংকটের সময় নেতৃত্ব দিশাহীন ও আশাহীন হলে তা আরও গুরুতর আকার নেয়।” অথচ বর্তমানে রুপির দরপতন নিয়ে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই।

২০১৬ সালের ১৬ মে ডলারের দর ছিল ৫৮ দশমিক ৫৮ রুপি। মাত্র ১০ বছরের ব্যবধানে তা ৮৫ রুপির ওপরে চলে গেছে। রমেশ দাবি করেছেন, এশিয়ার মধ্যে ভারতীয় রুপি সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে।

সোমবার ভারতের মুদ্রা বাজারে অস্থিরতা ছিল। এক পর্যায়ে ডলার ৮৫ দশমিক ৫৯ রুপিতে উঠে যায়; পরে তা ৮৫ দশমিক ৪৩ রুপিতে নামে। আজ সকালে আবার তা ৮৫ দশমিক ৫৬ রুপিতে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) রুপিকে স্থিতিশীল রাখতে বিদেশি মুদ্রার তহবিল থেকে কোটি কোটি ডলার ব্যবহার করেছে। তবে এর ফলাফল আশানুরূপ হয়নি। জয় রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, “রুপিকে স্থিতিশীল করতে কত কোটি ডলার ব্যবহার করা হয়েছে?”

রুপির দরপতন নিয়ে বিজেপি সরকারের ভূমিকা ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিয়ে বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে। পরিস্থিতি সামাল দিতে আরবিআই ও সরকারের কী পদক্ষেপ নেয়া হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট