1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন কাহারোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উদযাপন ঢাল নেই-তলোয়ার নেই নিধিরাম সরকার: জীবনের বাস্তবতা ও বাংলাদেশের প্রেক্ষাপট পিরোজপুরে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী ও সহকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দার গ্রেফতার এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি ১১.৯২% হ্রাস ঢাকায় এলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ইন্দুরকানীতে এসইডিপি স্কিমে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান পিরোজপুরে রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

দেশে ৪৬টি টেলিভিশন চলার মতো বাজার নেই: কামাল আহমেদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
কামাল আহমেদ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, বাংলাদেশে ৪৬টি টেলিভিশন চ্যানেল চলানোর জন্য পর্যাপ্ত বাজার নেই। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে টেলিভিশন চ্যানেলগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল, তবে এ সংখ্যা দেশে প্রচলিত বাজারের সক্ষমতার বাইরে চলে গেছে। তিনি জানান, দেশের গণমাধ্যমে রাজনৈতিক প্রভাব কমাতে হবে এবং পত্রিকাগুলোর জন্য একটি জাতীয় সম্পাদকীয় নীতি গ্রহণ করতে হবে।

আজ রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন কামাল আহমেদ। এ সভায় চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালীসহ অন্যান্য জেলার পত্রিকা ও টেলিভিশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ আরো বলেন, একই হাউস থেকে একাধিক সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, এবং একাধিক মিডিয়া প্ল্যাটফর্ম একই মালিকের হাতে রয়েছে। তিনি এই শৃঙ্খলাবিহীন পরিস্থিতি পরিবর্তন করার জন্য উদ্যোগ নেবেন। তিনি ‘দুষ্টু চক্র’ ভাঙার কথা বলেছেন, এবং শৃঙ্খলা আনার জন্য সুপারিশগুলো সরকারকে পৌঁছে দেওয়ার কথা জানান।

মফস্‌সল সাংবাদিকদের জন্য বেতন কাঠামো বিষয়ে কামাল আহমেদ জানান, এটি একটি ভালো প্রস্তাব এবং জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো তৈরি করার ব্যাপারে কমিশন কাজ করবে। তিনি বলেন, সম্পাদক হওয়ার ক্ষেত্রে অনেক সময় অযোগ্য ব্যক্তিরা পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে সম্পাদক হয়ে যাচ্ছেন, যা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে।

এছাড়া, সাংবাদিকদের হামলা-মামলা বন্ধে তিনি বলেন, ১৯৮৩ সালের প্রেস কমিশনের সুপারিশের মতো জাতীয় নিরাপত্তার অজুহাতে সাংবাদিকদের হয়রানি করা যাবে না। তবে তিনি পরিষ্কার করে বলেন, সংস্কার কমিশন কোনো তদন্ত কমিটি নয়, তবে মামলার বিষয়গুলো সরকার বিবেচনা করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট