1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন শুক্রবারের মধ্যে পাওয়া যাবে: ডা. জাহিদ হোসেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
পরিবারের সঙ্গে মিলিত হয়ে উজ্জীবিত খালেদা জীয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব রিপোর্ট আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসঙ্গে খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলে জানান তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালের সামনে নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান ডা. জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা প্রতিদিনই করা হচ্ছে। ন্যাপ্রোলজি, হেপাটোলজি এবং লিভার ট্রান্সপ্লান্ট কনসালটেন্টরা তার চিকিৎসা করছেন। পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন, “অতীতে বাংলাদেশে তার যে চিকিৎসা হয়েছে, সেসবের কিছু কিছু পরিবর্তন এখনকার চিকিৎসকরা করছেন।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার লিভার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে, সেগুলোর রিপোর্ট এখনো সম্পূর্ণ পাওয়া যায়নি। সব রিপোর্ট হাতে পেতে শুক্রবার পর্যন্ত সময় লাগতে পারে। চিকিৎসকরা চেষ্টা করছেন রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করতে।”

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রতিদিনই আলোচনা চলছে। রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা অতিদ্রুত প্রয়োজনীয় পরিবর্তন আনছেন এবং তার পরবর্তী চিকিৎসা কীভাবে চালানো হবে, তা নির্ধারণের চেষ্টা চলছে। ডা. জাহিদ হোসেন বলেন, “চিকিৎসকরা এখন ওনার পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করছেন।”

খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক বলেন, “উনি দেশবাসীর দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছেন। চিকিৎসকরা সবকিছু মনিটর করছেন এবং যথাসম্ভব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।”

আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডা. জাহিদ হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট