শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের আরও ১১ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে শিগগিরই চুক্তি করবে তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পাবনায় ডায়নামিক সানের ১০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট বা সৌরবিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি শেয়ার ৮ টাকা ৭০ পয়সা দরে মোট ১৩ লাখ ৯১ হাজার ৮০৭টি শেয়ার কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল। এই শেয়ারের মোট মূল্য হবে ১ কোটি ২১ লাখ ৮ হাজার ৭২১ টাকা।
বর্তমানে ডায়নামিক সানের ৪৯ শতাংশ মালিকানা রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। নতুন করে ১১ শতাংশ শেয়ার কেনার মধ্য দিয়ে তাদের মালিকানা ৬০ শতাংশে উন্নীত হবে।
ডিসেম্বরে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্যারামাউন্ট টেক্সটাইল। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা, যা গত বছরের একই সময়ের ১ টাকা ৩৪ পয়সা থেকে কম।
ইপিএস কমার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, এক সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি, যার ফলে অর্থায়নের ব্যয় বেড়েছে।
গত এক বছরে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৪ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪১ টাকা।
প্যারামাউন্ট টেক্সটাইল গত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমাণ নগদ লভ্যাংশ দিলেও বোনাস লভ্যাংশ তেমন দেয়নি। ২০২৩ ও ২০২২: ১০ শতাংশ নগদ লভ্যাংশ। ২০২১: ২০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২০: ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০১৯: ৯ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০১৮: ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
ডায়নামিক সানের অতিরিক্ত শেয়ার কেনার মাধ্যমে প্যারামাউন্ট টেক্সটাইল তাদের ব্যবসা সম্প্রসারণে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে। সোলার পাওয়ার প্ল্যান্টের মালিকানা বৃদ্ধি কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা আরও বাড়াবে বলে আশা করা যায়।