1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জামায়াতের কড়া প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
জামাতে ইসলামী

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীর ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং ভারত সরকারের কাছে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

গতকাল শুক্রবার রামমূর্তিনগর এলাকার কালকেরে হ্রদের কাছ থেকে ২৮ বছর বয়সী ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার হয়, যা পুলিশের ধারণা অনুযায়ী ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, “ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব, তবে এ ধরনের নৃশংস ঘটনা তার ব্যর্থতা স্পষ্টভাবে প্রমাণিত করেছে।”

তিনি আরও বলেন, “এমন মানবতাবিরোধী ঘটনা জাতিসংঘ সনদেরও পরিপন্থী।” জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ভারত সরকার এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এছাড়া, জামায়াত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানাতে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ঘৃণ্য হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও, যারা ভারতের মধ্যে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট