1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কুমিল্লায় টোল আদায়ের নামে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে আটক ৩ যুবক - RT BD NEWS
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

কুমিল্লায় টোল আদায়ের নামে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে আটক ৩ যুবক

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
চাঁদাবাজি। প্রতীকী ছবি
চাঁদাবাজি। প্রতীকী ছবি

কুমিল্লা নগরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর একটি দল নগরের বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এদের আটক করে। পরে তাদের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক যুবকদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন, কুমিল্লার নবাববাড়ি এলাকার শাফায়েত আলী ওরফে সৌরভ (৩৫), সৈকত (৩০) এবং রেসকোর্স এলাকার তানজিদ হাসান (৩৩)। সেনাবাহিনী জানায়, এ তিনজন দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন বাসস্ট্যান্ডে যানবাহন ও যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টোল আদায় করে আসছিল। আটককালে তাঁদের কাছ থেকে ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মুঠোফোন, টোল আদায়ের রসিদ বই, সিল ও প্যাড এবং একটি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কুমিল্লা নগরের বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে যেখানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, সেসব এলাকায় নজরদারি বাড়ানো হয়। অভিযানের এক পর্যায়ে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে দেখা যায়, আটক যুবকেরা যানবাহন ও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সঙ্গে সঙ্গে সেনাসদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।” তিনি আরও জানান, কুমিল্লার বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কে অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ বাড়ছে। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়ছেন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চাঁদাবাজির মতো অবৈধ কার্যক্রম বন্ধ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট