1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযান: ১০১ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
অবৈধ কারেন্ট জাল

মুন্সীগঞ্জ সদরে অবৈধভাবে কারেন্ট জাল তৈরির ছয়টি কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে ১০১ কোটি টাকা মূল্যের জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ডের ঢাকা জোনের অধীন বিসিজি স্টেশন পাগলা মুন্সীগঞ্জ সদরের ধোপাবাড়ি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

৬টি কারখানা ও গোডাউনে তল্লাশি চালিয়ে, ২ কোটি ৯০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ৬ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়, যা জাল তৈরিতে ব্যবহৃত হতো। উদ্ধারকৃত অবৈধ পণ্যের মোট মূল্য আনুমানিক ১০১ কোটি টাকা।

অভিযানের পর মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল ও সুতার রিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, “দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ কারেন্ট জাল নির্মূল করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বাংলাদেশে কারেন্ট জাল নিষিদ্ধ, কারণ এটি নদী ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত করে এবং জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ অভিযান দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোস্ট গার্ডের এই পদক্ষেপে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট