1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
জামালপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

জামালপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে ছাত্রশিবিরের সহস্রাধিক কর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, জেলা সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,
“১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র ছয়জন সদস্য নিয়ে ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। আজ তা লক্ষ লক্ষ ছাত্রের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। এটি শিক্ষার্থীদের আদর্শিক গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে শিবির শিক্ষার অধিকার, নৈতিকতার বিকাশ ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ পথচলায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইতোমধ্যে আমাদের ১৩৪ জন কর্মী শহীদ হয়েছেন, যাঁদের মধ্যে জামালপুরেরও দুইজন রয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।”

জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বদা সত্যের পক্ষে দাঁড়িয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়েছে। বারবার নির্যাতনের শিকার হয়েও আমরা আদর্শচ্যুত হইনি। ভবিষ্যতেও সত্যের পক্ষে আমাদের এই অবস্থান বজায় থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, নৈতিক অবক্ষয় রোধ এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের লক্ষ্য হচ্ছে সৎ, আদর্শবান ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলা, যারা সমাজ পরিবর্তনের অগ্রদূত হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী জেলা সভাপতি আহমাদ সালমান, সামাউন সরকার, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি শামসুদ্দিন সোলাইমান, জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা ছাত্রশিবিরের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের আদর্শিক জীবন গঠনের জন্য সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট