জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার বিকালে তিনটি স্পটে পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি গুলো ভাঙচুর করা হয়।
এর আগে বুধবার রাতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠে সারাদেশের ছাত্র-জনতা।
এরই অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি , বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে নির্মিত প্রতিকৃতি ও দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা ভবন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর চালায় দুই শতাধিক ছাত্র-জনতা।
এছাড়াও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিভিন্ন সরকারি উন্নয়ন কাজের নাম ফলক গুলো ভেঙে দেয় ছাত্র-জনতা।
এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানান।