1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে বাজেট সংকটে ১ কোটির বেশি শরণার্থী ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কতা চূড়ান্ত সংগ্রামের রুপরেখা দিয়েছেন তারেক রহমান: রিজভী সৌদি আরবে যেসব পণ্য মুদির দোকানে বিক্রি নিষিদ্ধ! ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের

জাতীয় রাজস্ব বোর্ড পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
সায়মা ওয়াজেদ পুতুল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে। সোমবার এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

২০১৬ এবং ২০২৩ সালে এনবিআরের পৃথক প্রজ্ঞাপনে সূচনা ফাউন্ডেশনকে আয়কর মওকুফ করা হয়েছিল। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি যে কোনো দান বা অনুদান গ্রহণের ক্ষেত্রেও আয়কর ছাড়ের সুবিধা পেয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী, ফাউন্ডেশনের পরিচালিত সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়।

২০১৪ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক প্রতিবন্ধী, স্নায়ুবিক প্রতিবন্ধী, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের উন্নয়নে কাজ করে। এটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছিল। সায়মা ওয়াজেদ ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন।

সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সংস্থাটির আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছে। এনবিআরের কর অব্যাহতি সুবিধা বাতিলের সিদ্ধান্ত এ অভিযোগের ভিত্তিতেই নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এনবিআরের এই সিদ্ধান্তের পর সূচনা ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম কীভাবে চলবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। ফাউন্ডেশনটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগ ও এনবিআরের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর আর্থিক ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট