1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পাবনায় বিএনপির গণসংবর্ধনা: নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

পাবনায় বিএনপির গণসংবর্ধনা: নির্বাচন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া না হলে দেশব্যাপী সব দলকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পাবনার ঈশ্বরদী টেম্পোস্ট্যান্ডে শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় ফাঁসির রায় থেকে খালাস পাওয়া বিএনপির ৯ নেতাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি। কিন্তু এখন একটি দল বিএনপি নিয়ে ষড়যন্ত্র করছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা ক্ষমতায় থেকে দল গঠন করে নির্বাচন দিতে চায়, যা আমরা মেনে নেব না।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনমুখী দল। অবশ্যই আমরা নির্বাচনে যাব, কারণ নির্বাচন না হলে নতুন ষড়যন্ত্র শুরু হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা নির্বাচন চাইলেই আমাদের আওয়ামী লীগের দোসর বলা হয়, দেশদ্রোহী বলা হয়।’

অনুষ্ঠানে সদ্য কারামুক্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, ‘বিএনপির রাজনীতি নিয়ে অতীতে অনেক ভুল-বোঝাবুঝি হয়েছে। তাতে অন্যরা সুযোগ নিয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই এখন থেকে আর কোনো গ্রুপিং নয়। উপজেলা ও পৌর বিএনপির মধ্যে কোনো বিভক্তি চাই না।’

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহিন বলেন, ‘৯০ দশকে ঈশ্বরদীতে বিএনপি যেমন সুসংগঠিত ও শক্তিশালী ছিল, এখন আমরা সেরূপ শক্তিশালী। বিএনপিকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহতের বীজ আমরা ঈশ্বরদী থেকেই বপন করব।’

হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী জনপ্রিয় একজন ব্যক্তি। কিন্তু বিগত ছয় মাসেও তিনি দেশের জন্য কোনো বিদেশি বিনিয়োগ আনতে পারেননি। কারণ নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আসতে চায় না। তাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশ বাঁচবে না।’

হাবিব আরো বলেন, ‘যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হয়, তাহলে সব দল মিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমরা ঈশ্বরদী থেকেই আন্দোলনের সূচনা করব এবং এই সরকারকে হটিয়ে ছাড়ব।’

এই গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং তারা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট