1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা জাতীয় নির্বাচন ঘিরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর ঘোষণা ষড়যন্ত্র থামেনি, আরও খারাপ হতে পারে—ঐক্যের আহ্বান তারেক রহমানের ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাখন সম্পাদক লিটন দিঘলিয়ায় তারুণ্যের উৎসবে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালীগঞ্জে আম গাছের নিচু ডালে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

বিএনপির জনসভায় সেলিমা রহমান: জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন হতে দেওয়া হবে না

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। কেউ বলছে সংস্কার, কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন, আবার কেউ জাতীয় নির্বাচনের কথা বলছে। কিন্তু জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শহরের শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপির আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। এই জনসভা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক রোডম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রে ফ্যাসিবাদবিরোধী চক্রান্ত মোকাবিলার দাবিতে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান আরও বলেন, “জাতীয় নির্বাচন হলে দেশের বর্তমান বিশৃঙ্খল অবস্থা দূর হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, জবাবদিহিতা আসবে এবং জনগণ আস্থা ফিরে পাবে।”

তিনি আরও বলেন, “মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। গত ১৬ বছর ধরে শেখ হাসিনা সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে আসছে। বহু মানুষকে হত্যা করা হয়েছে। এই খুনিদের বিচার হতে হবে।”

সেলিমা রহমান বলেন, “বিএনপির দলে আওয়ামী লীগের কোনো দোসর যেন স্থান না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।”

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে। জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য রাখতে হবে।”

এই জনসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন, শামা ওবায়েদ (সাংগঠনিক সম্পাদক), খোন্দকার মাশুকুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক), সেলিমুজ্জামান সেলিম (সহ-সাংগঠনিক সম্পাদক), হেলেন জেরিন খান (সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক), আনিসুর রহমান তালুকদার খোকন (সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক), কাজী হুমায়ুন কবির (কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য)।

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. জাফর আলী মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জামিনুর রহমান মিঠু ও মিজানুর রহমান মুরাদ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ,  জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শরীফ মো. মহিউদ্দিন হাফিজ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট